ঢাকা জেলা সাভারে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আবু আহামেদ নাসিম পাভেলের উদ্যোগে তার বাসভবনে ।
এর আগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু আহমেদ তৌফিক প্রবলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার আশুলিয়া অঞ্চলের গণমানুষের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেখ মনি যুব সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাভার উপজেলা আওয়ামী যুবলীগ এর সাবেক একমাত্র সাংগঠনিক সম্পাদক খসরু মোহাম্মদ আমির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন আহমেদ, এনামুল কবীর সাভার পৌর যুবলীগের ফারুক আহমেদ, আশুলিয়া থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী দেওয়ান রাজু আহমেদ,সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ নাছির উদ্দীন,সোলায়মান ইসলাম প্রমুখ ।
বক্তারা বলেন, সদ্য স্বাধীন হওয়ার পর ভঙ্গুর দেশকে বঙ্গবন্ধু যখন উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সে সময় স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তার রেস কাটতে না কাটতে ইতিহাসের সাক্ষী কারাবন্দী অবস্থায় জাতীয় ৪ নেতাকে রাতের আঁধারে কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল।
আজকের এই দিনে জাতীয় চার নেতাকে নির্মম ভাবে ঐ পাকিস্তানি প্রেতাত্মারা জেলখানায় ঢুকে হত্যা করেছিল।