মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের বিভিন্ন মসজিদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবাদ বাদ জুমা জৈনসার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গোরাপির উদ্যোগে ভবানীপুর কেন্দ্রীয় জামে মসজিদসহ ইউনিয়নের ১০টি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ কাছেদ আলী। দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেনসব নেতাকর্মীরা। দোয়া মহফিল শেষে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।