(১৮তম পর্ব)
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বহুল আলোচিত দইখাওয়া সীমান্ত দিয়ে ভারতীয় ৬৯টি গরু ও বিপুল পরিমাণ গাঁজা পাচার এর মধ্যে ৮টি গরু ও ২০ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ওই মাদক ব্যবসায়ী হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আমঝোল এলাকার আব্দুর রহমানের ছেলে সামিউল ইসলাম (২৬)। কালীগঞ্জ থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত গাঁজা ব্যবসায়ীকে মাদকদ্রব্য আইনে কোটে সোপর্দ করা হয়েছে। অপরদিকে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত দিয়ে সোমবার রাত ১২ টার দিকে ওই সীমান্তের ৯০১ ও ৯০২ নং পিলারের মাঝ দিয়ে ৬৯টি ভারতীয় গরু ও বিপুল পরিমাণ গাঁজা পাচার করার অভিযোগ পাওয়া গেছে। তবে এর মধ্যে ৮টি গরু আটক করেছে দইখাওয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। কিন্তু ৬১টি ভারতীয় গরু পাচার হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ গাঁজা পাচারের মধ্যে ২০ কেজি গাঁজা কালীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। সূত্রমতে, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের হুন্ডী মাইদুল ইসলাম গং এর ৪০ জনের মাদক পাচারকারীর সিন্ডিকেট সদস্য রয়েছে। এদের মধ্যে পৃথক ভাবে ২০কেজি গাঁজাসহ সামিউল ইসলাম ও মীর হোসেন ভারতীয় গরুসহ আটক হয়েছে। এরা বর্তমানে জেল হাজতে রয়েছে। একাধিক এলাকাবাসী জানান, দইখাওয়ার মাদকদ্রব্য সিন্ডিকেটের হোতা হুন্ডী মাইদুল ইসলাম গং রহস্যজনকভাবে ধরা-ছোঁয়ার বাহিরে থাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলাবাহিনীর উর্দ্ধতন এক কর্মকর্তা জানান, দুর্দান্ত হুন্ডী মাইদুল ইসলাম, আমিনুর রহমান, রবিউল ইসলাম ওরফে রবি ও ছাদিকুল ইসলামকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে। মাদক চোরাকারবারী সে যেই হোক না কেন রেহাই পাবে না। উল্লেখ্য, দইখাওয়ার হুন্ডী সিন্ডিকেটের হোতারা নিজেকে রক্ষার জন্য বিভিন্ন কূট-কৌশলে লিপ্ত রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। বিজিবি’র পক্ষ থেকে ওই সীমান্তে টহল জোরদার করা হয়েছে।