1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ার রপ্তানি এলাকায় ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার-২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার! মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম । ঠাকুরগাঁওয়ে থানা হেফাজতে তিন গাভীর করুণ মৃত্যু — বিচারের আশায় পরিবার ! ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

আশুলিয়ার রপ্তানি এলাকায় ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার-২

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৬৯ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছেন আশুলিয়া থানা পুলিশ। ৪জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন মিনহাজুল ইসলাম নামে এক ভুক্তভোগী ফুটপাত ব্যবসায়ী।

শনিবার (০৬ নভেম্বর) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২জনকে গ্রেপ্তার করলেও বাকী ২জনকে গ্রেপতার করতে পারেনি পুলিশ। তাদেরকেও গ্রেপতারের প্রচেস্টা অব্যাহত রেখেছেন পুলিশ। এর আগে ৪ নভেম্বর সকালে তাদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় চাদাবাজীর মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বড় আনুলিয়া গ্রামের বাসিন্দা মৃত শেখ হাকিম উদ্দিনের ছেলে মোঃ তমিজ উদ্দিন। বর্তমানে আশুলিয়ার পলাশবাড়ি নামাবাজার এলাকায় বসবাস করেন, অপরজন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া গ্রামের নেয়ামুদ্দিনের ছেলে মোঃ দুলাল। তারা দু’জনেই বর্তমানে আশুলিয়ার গাজীরচট এলাকায় বসবাস করেন। অভিযুক্ত মুকুল ও মোফাজ্জল নামে আরও দুইজন পলাতক রয়েছেন।
এজাহার সূত্র ও ভুক্তভোগী মিনহাজুল ইসলাম জানান, আমি বাইপাইল মসজিদ এলাকায় ফুটপাতে ব্যবসা করি। বিভিন্ন সময় অভিযুক্তরা আমিসহ অন্যান্য দোকানদারের কাছ থেকে ৭০ টাকা করে প্রতিদিন চাঁদা আদায় করে। অভিযুক্তরা বাইপাইল, পল্লীবিদ্যুৎ, নবীনগর বলিভদ্র এলাকার বিভিন্ন ফুটপাতে চাঁদা তুলে আসছিলো। গড়ে প্রতিজনে দিনে প্রায় ১৫ হাজার টাকা চাঁদা তুলেন।

সবশেষ গত ৪ নভেম্বর চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আমাদের ব্যবসা করতে দিবে না বলে জানায় এবং বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ হুমকি দেয়। পরে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) এমদাদুল হক জানান, অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। পরে আজ সকাল সাড়ে ১১ টার দিকে বাইপাইল এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম