গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় প্রভাতী পরিবহনের লাইনম্যানকে চাঁদা দিতে অস্বীকার করলে আ.লীগ নেতা ও তাঁর ছেলেকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত করেছে শ্রমিকলীগ সমর্থকরা।
গতকাল শনিবার সন্ধানর দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকার কিতাব আলী প্লাজার সামনে ওই ঘটনা ঘটে।
গুরুতর আহত আ.লীগ নেতা মো. কামাল হোসেন (৪৫) উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের মো. হাছেন আলীর ছেলে। তিনি বরমী ইউনিয়ন আওয়ামীলীগের ৬নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। অপর আহত ফরহাদ মিয়া (২৬)। স্থানীয়র
গুরুতর রক্তাক্ত দু’জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
গুরুতর রক্তাক্ত আ.লীগ নেতার ছেলে ফরহাদ মিয়া বলেন, ঢাকা থেকে তাঁর নিজস্ব প্রভাতী পরিবহনের একটি গাড়ি মাওনা চৌরাস্তা পৌঁছা মাত্র লাইনম্যান বাবু চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সে তাঁর বাবাকে খবর দেয়। পরবর্তীতে আ.লীগ নেতা মো. কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই শ্রমিকলীগ নেতার নেতৃত্বে লাঠি দিয়ে বাবা ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাঁর পর স্থানীয় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ লোবনা বলেন, আঘাতের ধরণ দেখে মারাত্মক মনে হচ্ছে। তবে পরিক্ষা নিরিক্ষার পর বিস্তারিত বলা যাবে।
শ্রমিকলীগ নেতা মজিবর রহমান বলেন, বাবু নামের আমার কোন লাইনম্যান নেই। মারামারি খবর শুনেছি। কে কাকে মেরেছে এবিষয়ে কোন কিছু জানতে পারিনি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন বলেন, এবিষয়টি আমার জানা নেই। বাবু নামে কোন লাইনম্যানকে আমি চিনি না। চাঁদাবাজির প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
##