আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মালত পরিবারের কৃতি সন্তান সাধারণ মানুষের ভালোবাসার ঠিকানা সখিপুর থানা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ফারুকুল ইসলাম মালত। তিনি সব সময় সাধারণ মানুষের কথা ভাবেন। সাদামাটা এ মানুষকে সখিপুর বাসী চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। মালত পরিবারের কৃতি সন্তান রবিউল আলম মালতের অতন্ত্য স্নেহভাজন এই ফারুকু ইসলাম মালত। ফারুকুল ইসলাম মালত এর হাত ধরে সখিপুরের বেকার যুবকেদের কর্মসংস্থানের জায়গা হয়েছে এনার্জি পেকে।
ফারুকুল ইসলাম মালত সখিপুরে সামাজিক দিক দিয়ে বিবেচনা করলে সকল ক্রীড়া সংগঠন গুলোকে সার্বিক সহযোগিতা করে থাকেন।
সাধারণ মানুষের সাথে আলাপ করে তাদের বক্তব্যে প্রকাশ পেলো ফারুকুল ইসলাম মালত সখিপুরে চেয়ারম্যান প্রার্থী হলে তারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
ফারকুল ইসলাম মালত এর সাথে আলাপ করে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে আমি সখিপুরে বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।