একটি বেসরকারি টেলিভিশনে (এশিয়ান টিভি) আপত্তিকর সংবাদ প্রচার করায় সাংবাদিক সন্মেলন করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মৎস্যজীবি লীগের গাজীপুর জেলা আহবায়ক ফারুক হোসেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরের দিকে পরিষদ অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় ব্যক্তিগত জীবনের নানা বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম শিমুল, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান ব্যক্তিগন।