আজ ০২/১১/২০২১ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার (খ সার্কেল) কর্তৃক সহকারি পরিচালক জনাব মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক জনাব মোঃ তায়রীফুল ইসলাম এর নেতৃত্বে কক্সবাজার সদর মডেল থানাধীন লিংক রোডস্হ মেরিন সিটি হাসপাতালের সামনে কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহন বাস নং-১৪-৩১৩৯(ঢাকা মেট্রো-ব) এর ভিতর অভিযান পরিচালনা করে আসামি আবদুল মোনাফ (১৮), পিতা- হামিদ হোসেন, মাতা- ফাতেমা খাতুন,সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-2-W, ব্লক- D-4, হাউজ নং-১৫৯৩৩০, সাইড,
মাঝি – জানে আলম, হেড মাঝি-নুর মোহাম্মদ,থানা-উখিয়া, জেলা- কক্সবাজার।
আসামির নিকট থেকে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা উদ্ধারপূর্বক উপ-পরিদর্শক জনাব মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ি মামলা দায়ের করেন।