ব্যাংকারদের নিয়ে দিনাজপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রিভেনশন অফ ম্যানি লন্ডারিং এন্ড ট্যারোরিস্ট ফাইন্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা।
৬ সভেম্বর শনিবার সকালে দিনাজপুর বাঁশের হাট ব্্রাক লার্নিং সেন্টারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের আয়োজনে এবং ব্যাংক এশিয়ার তত্বাবধানে দিনব্যাপী প্রভেনশন অফ ম্যানি লন্ডারিং এন্ড ট্যারোরিস্ট ফাইন্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংক এশিয়ার ডিএমডি মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ ব্যাকের ডিজিএম, বিএফআইইউ মোহাম্মদ মহসিন হোসাইন। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেডি বিএফআইইউ মো: আজমল হোস্ইান,ডিডি মো: মাহমুদুল হক ভুইয়া ও ডিডি মো: আশরাফুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,ম্যানি লন্ডারিং এবং ট্যারোরিস্ট ফাইন্যান্সিং প্রতিরোধে প্রত্যেক ব্যাংকেই যদি সরকারের নেয়া নিয়ম-কানুন ও পদক্ষেপ গুলো সঠিক ভাবে বাস্তবায়ন করা হলে আমাদের দেশের ভাবমূতি বিশ্বের দরবারে সমুজ্জল হবে এবং আমরাও উপকৃত হবো। তিনি বলেন, কালো টাকাকে সাদা করতে একশ্রেনীর অসত মানুষ নানান ভাবে প্রচেষ্টা চালায়, যা অর্থ লেনদেনের ক্ষেত্রে নিবির পর্যবেক্ষনের মাধ্যমে ব্যাংকের কর্মকতা-কর্মচারীরাই প্রতিরোধ করতে পারে।
দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালায় জেলার ৩৯ টি ব্যাকের শতাধিক কর্মকর্তাগন অংশ নেন। এরপরে কর্মকর্তারা স্থানীয় মোস্তফাবাদ জেলেপাড়ার শতাধিক অসহায় নারী-পুরূষের মাঝে শীতবস্ত্র কমম্বল বিতরন করেন।