1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের সিনেমা না দেখলে কার সিনেমা দেখবেন : সিয়াম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্ট্রবেরি চাষে সাফল্য দেখালেন– ইসরাফিল , রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে নিয়োগ বানিজ্যে মুন্নার আঙ্গুল ফুলে কলা গাছ ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

দেশের সিনেমা না দেখলে কার সিনেমা দেখবেন : সিয়াম

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩২১ বার

সিয়াম ও পূজার অ্যাকশন থ্রিলার ধাঁচের নতুন সিনেমা ‘শান’। মিডিয়া পাড়ায় সিনেমাটি নিয়ে দীর্ঘদিন থেকেই আলোচনা হচ্ছিল, পুলিশ অ্যাকশন ঘটনায় বড় আয়োজনে নির্মিত হয়েছে সিনেমাটি। তবে করোনার কারণে এতদিন মুক্তি পায়নি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাজ মাল্টিমিডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় ‘শান’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা দিয়েছে, ২০২২ সালের ৭ জানুয়ারি দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার, কিন্তু পোস্টারে সিয়াম বা পূজা কাউকে দেখা যায়নি, তবুও দর্শকরা প্রশংসা করেছে পোস্টারটির।

পোস্টারে দেখা যাচ্ছে কাঁটাতারের সামনে কিছু মানুষকে চোখে পট্টি বাঁধা অবস্থায় দাঁড়ানো, শরীরে নির্যাতনের ছাপ স্পষ্ট।

সিনেমার পোস্টার প্রকাশ করার পর সিনেমা নিয়ে দর্শক মহলে প্রত্যাশার পারদ বৃদ্ধি পেয়েছে, এদিকে প্রযোজক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াও দাবি করেছে, বাংলাদেশে এমন পুলিশ অ্যাকশন ঘরানার সিনেমা আগে হয়নি।

সিনেমার নায়ক সিয়াম আহমেদ সংবাদ মাধ্যমে বলেন, ‘অনেকে বলে থাকেন, বাংলাদেশের সিনেমা কেউ দেখে নাকি..! আমাদের আরও অনেক কাজ আছে , তাদের বলছি, আপনারা নিজের দেশের সিনেমা না দেখলে কার সিনেমা দেখবেন! বাংলাদেশ ক্রিকেট টিম যেমন যতই খারাপ খেলুক, সেটা আমাদেরই দল, আমরা আশা করি, পরবর্তী ম্যাচে কামব্যাক করবে, তেমনি আমাদের সিনেমার ব্যাপারেও এমন সচেতন হওয়া দরকার, আমাদের ইন্ডাস্ট্রির ভালোর জন্য সবারই সাপোর্ট প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা শেয়ার করে সিয়াম আরও বলেন, ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমার মাধ্যমে আপনারা আমাকে আর পূজাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ, এটা আমাদের একসঙ্গে তৃতীয় সিনেমা, এখানে প্রথমবার অ্যাকশন চরিত্রে অভিনয় করেছি, কতটা পেরেছি, কতটা পারিনি, সেটা আপনারা দেখে বলতে পারবেন। তবে বিশ্বাস করুন, আমরা পুরো টিম চেষ্টার কোনো ত্রুটি রাখিনি।’

‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমার প্রধান সহকারী পরিচালকের পর এবার শান’ সিনেমায় পরিচালকের দায়িত্বে ছিলেন এম রহিম। সিনেমাটির কাহিনী লিখেছেন আজাদ খান।

সিয়াম ও পূজা ছাড়াও সিনেমায় রয়েছে তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net