জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।
শুক্রবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় নিজ বাড়িতেই মেয়র জাহাঙ্গীর আলম অবস্থান করছেন বলে জানা গেছে। অন্যান্য দিন সিনিয়র নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেলেও শনিবার সকালের চিত্রটি পুরোটাই ব্যতিক্রম। এদিন দু একজন নেতা, কয়েকজন কর্মীবাদে অন্য কোন নেতাকে তার বাড়িতে দেখতে পাওয়া যায়নি। পুরো বাড়ি জুড়েই বিরাজ করছে শুনশান নীরবতা। উৎসুক স্থানীয় মানুষ মেয়র বাড়ি ঘিরে ভিড় করছেন। ঢাকা ও স্থানীয় সংবাদকর্মীরা সকাল থেকেই ভিড় করছেন তাঁর বাড়িতে।