সুনামগঞ্জের নবঘটিত মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় প্রভাত চন্দ্র সরকার (৫৫) নামের এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে মধ্যনগর থানা পুলিশ। প্রভাত ওই ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই শিশুর বাবা বাদী হয়ে মধ্যনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে প্রভাতকে গ্রেফতার করে পুলিশ।
মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।