1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ঐতিহ্যবাহী 'শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা' অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে ঐতিহ্যবাহী ‘শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৬৩ বার

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার ধারাবাহিকতায় ও এলাকার যুব সমাজকে মাদক থেকে দুরে রাখার প্রত্যয় নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছী ও ঘসিয়াল এলাকার গড়াই নদীতে ০৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে চরচৌগাছী ও ঘসিয়াল নৌকা বাইচ আয়োজক কমিটির আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চরচৌগাছী- ঘশিয়াল জামে মসজিদ কমিটির সভাপতি হাজী সোলায়মান মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা,-উল -জান্নাহ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিলসহ অন্যরা।
আয়োজক কমিটির আহবায়ক লিটন বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় রাজবাড়ীর পাংশা উপজেলার ‘লালন শাহ’ নৌকা প্রথম, কুষ্টিয়ার ‘সেই লালন এক্সপ্রেস’ দ্বিতীয় ও কুষ্টিয়ার ‘সোনার বাংলা’ নৌকা তৃতীয় স্থান অধিকার করে । পরে অতিথিগণ বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৌকা বাইচ কমিটির পৃষ্ঠপোষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, মাগুরা জেলা পরিষদের সদস্য,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আরজান বাদশা, দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ শিহাবুল ইসলাম শিহাব।
নৌকা বাইচ দেখতে মাগুরা, ঝিনেদা,রাজবাড়ী, ফরিদপুর জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী-পুরুষ শিশু ও বৃদ্ধারা গড়াই নদীর দু’পাশে ভীড় জমায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম