মাগুরার শ্রীপুর উপজেলার চর মালাইনগর গ্রামের বিকাশ সাংবাদিক বিকাশ বাছাড়ের বসত বাড়ি থেকে ১২ নভেম্বর শুক্রবার দুপুরে সাড়ে তিন হাত লম্বা একটি গোখড়া সাপ আটক করেছে স্থানীয় এক সাপুড়ে
সাপুড়ে নাম ইউসুফ আলী সে উপজেলার আমলসার গ্রামের মৃত আব্দুর রহমান সাপুড়িয়ার ছেলে।
সাপটি আটকের পর পরই তার কাছে থাকা অন্য সাপগুলোর সাথে গানের বাজনার তালে তালে সাপের খেলা প্রদর্শন করেন।
সহিদুল সাপুড়িয়া ৩২ বছর যাবত বিভিন্নl বসতবাড়ি ও মাঠ থেকে সাপ ধরে সাপুড়িয়াদের কাছে বিক্রয় করেন।
এছাড়া সাপের খেলার সাথে সার্কাস খেলাও প্রদর্শন করে থাকেন।
সহিদুল সাপুড়িয়া বলেন, আমি মানুষের বাড়িতে ও বিভিন্ন মাঠ থেকে সাপ ধরে খেলা দেখিয়ে সেই সাথে সার্কাস প্রদর্শন করে জীবিকা নির্বাহ করি।
আমার বাবা আব্দুর রহমান সাপুড়িয়া ৭০ বছর সাপ ধরে খেলা করে দেশের বিভিন্ন এলাকার মানুষের উপকার করেছেন। আমিও যতদিন বেঁচে আছি এভাবেই মানুষের উপকার করে যেতে চাই।