মাগুরা– শ্রীপুর সড়কের গাংনালিয়া বাজার এলাকায় অগ্রণী ব্যাংক শ্রীপুর,মাগুরা শাখার কর্মকর্তা উজ্জল হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)
ইঞ্জিন চালিত নসিমনের ধাক্কায় নিহত উজ্জ্বল হাসান অগ্রণী ব্যাংক মাগুরার শ্রীপুর শাখার জুনিয়র অফিসার ছিলেন , সে মাগুরার সদর উপজেলার বড় শোলই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, ১৪ নভেম্বর রাত সাড়ে ৬ টার দিকে উজ্জ্বল (৩৬) মোটরসাইকেল চালিয়ে নিজ কর্মস্থল শ্রীপুর থেকে মাগুরায় ফিরছিলেন।
পথে মাগুরা-শ্রীপুর সড়কের গাংনালীয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা ইন্জিন চালিত নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক নসিমন চালককে আটকের চেষ্টা চলছে।
উজ্জ্বল হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।