নরসিংদীর রায়পুরা দূর্গম চরাঞ্চল বাঁশগাড়ীতে ইউপি নির্বাচনের ভোট গ্রহণের ভোররাতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে উভয় গ্রুপের ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতরা হলো সালাহ উদ্দিন মিয়া (৪৫), দুলাল মিয়া (৪০) ও জাহাঙ্গীর (৪২)। আজ বৃহস্পতিবার সকাল ৫টায় রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এ সহিংসতা শুরু হয়। এ নিয়ে রায়পুরায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ৬ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত সালাউদ্দিন বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক সমর্থক। দুলাল ও জাহাঙ্গীর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা বলেন, আজ সকাল আটটা থেকে বাঁশগাড়ী ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনের মাঠে আছেন জাকির হোসেন। ভোটগ্রহণের শুরুতে সহিংসতায় এ মৃত্যুর ঘটনা ঘটে।