লালমনিরহাট জেলার ৫ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ও জেলার বিভিন্ন এলাকায় আমন ধান চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বীজ, সার ও কিটনাশক ঔষুধের পর্যাপ্ত সরবরাহসহ আবহাওয়া অনুকূলে থাকায় এবার এ জেলায় আমন আবাদে বাম্পার ফলন হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের ধান চাষী জহুরুল ইসলাম, মোজাম্মেল খান ও নুর আলম, কাসেম আলী ও ফয়েজ উদ্দিন সহ একাধিক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় আমন ধান চাষে কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে। এ বছর ধান ক্ষেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকুলে থাকায় লালমনিরহাট জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে বলে কৃষি বিভাগও সন্তুষ্ট। তবে আগাম জাতের ধান প্রায় ১৫দিন আগে থেকেই কাটামারী করেছে কৃষকরা। এ ধান এখন বাজারেও পাওয়া যাচ্ছে বলে কৃষকরা জানান। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলাম ও খায়রুল ইসলাম জানান, চলতি মৌসুমে এ জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ৮৫ হাজার ৫১৫ হেক্টর জমিতে ধরা হয়। কিন্তু তা ছাড়িয়ে এ পযর্ন্ত এ জেলায় আবাদও হয়েছে ৮৬ হাজার ৪২৫ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষক এবং কৃষি বিভাগের দাবী অনুযায়ী এ জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। তবে অসময়ে বন্যা হয়ে যাওয়ায় আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম ও লালমনিরহাট সদর উপজেলার কিছু এলাকায় কয়েক হাজার হেক্টর আমন ধানের ক্ষেত পানিতে ডুবে গেলে কিছুটা ক্ষতি হয়েছে বলে ওই এলাকার কৃষকরা জানান।