মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ১১ই নভেম্বর ২য় দফায় নৌকা মার্কাকে বিজয়ের লক্ষে আজিম হোসেন খান এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাও এলাকায় এ নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। বীরতারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ ফজলুল করিম মাষ্টারের সভাপতিত্বে সাধারন সম্পাদক সাব্বির শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়া, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির, কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সহ সম্পাদক মাকসুদুল আলম ডাবলু,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু হানিফা নোমান,উপজেলা স্বেচ্ছাসেক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, জাহিদুল ইসলাম,মোঃ মহসিন প্রমুখ।