গাজীপুরের শ্রীপুরে মহান বিজয় দিবসের ৫০ বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ ক্ষনিকা সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.সামছুল আলম প্রধান,পৌর মেয়র আনিছুর রহমান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, সহকারী কমিশনার(ভূমি) উজ্জ্বল কুমার হালদার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, লুৎফুন্নাহার মেজবাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, সাবেক কমান্ডার মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন,শিক্ষা কর্মকর্তা শিকদার হারুন উর রশিদ,প্রাণী সম্পদ কর্মকর্তা রুকুনুজ্জামান পলাশ, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল্লাহ,ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির শ্রীপুরের জোনাল অফিসের ডিজিএম রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল,উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হুমায়ুন কবির হিমু, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (সাবেক) মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মন্ডল, শ্রীপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন রতন ও শ্রীপুরের কর্মরত সাংবাদিক প্রতিনিধি প্রমূখ।##