গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের কর্মী সভায় আবারও পুলিশি বাধার কথা জানিয়েছেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। ১২ নভেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার টেপিরবাড়ী এলাকায় তেলীহাটি ইউনিয়ন যুবদলের কর্মী সভা শুরু হলে, শ্রীপুর থানা পুলিশ গিয়ে বাধা দেয়। পুলিশি বাধায় কর্মী সমাবেশ সংক্ষিপ্ত করা হয়। পরে যুবদলের নেতাকর্মীরা সাংবাদিকদেরকে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ, যুগ্ম আহ্বায়ক ওয়াইবদুর রহমান মন্ডল সোহেল, মাহমুদুল হাসান রনি, এরশাদ সরকার, এডভোকেট মাসুদ করিম উজ্জল, মিজানুর রহমান সুমন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম আকন্দ সহ তেলিহাটি ইউনিয়ন যুবদল ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
এর আগে উপজেলার আরও ৩টি ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশে পুলিশ বাধা দেয়। বাধা দেওয়ার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।