গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলায় রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। গোবিন্দগঞ্জের ১৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হলেও শিবপুর ইউনিয়নের একটি কেন্দ্রে গোলযোগের কারণে ভোট গ্রহণ স্থগিত থাকায় ওই ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।
তবে দুই উপজেলায় ১৮টি ইউনিয়নে নৌকা প্রতীকের মাত্র ৪ জন প্রার্থী নির্বাচত হয়েছে। বেশ কয়েকটি ইউনিয়নের নৌকা প্রতীকের ভোট পড়ছে হাজারের নীচে। রিটানিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়,যে ৪জন নৌকার প্রাথী জয়ী হয়েছেন তারা তাদের নিকটতম প্রার্থীর চেয়ে অল্প কয়েক ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। লাঙ্গল প্রতীক প্রার্থীরা এই দুই উপজেলায় কোন ইউনিয়নেও জয়ী হতে পারেন নাই। তবে স্বতন্ত্র বিএনপি ও জামায়াত সমর্থিত ৬ জন প্রার্থী জয় লাভ করছেন। এই দুই উপজেলায় আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী ৭ টি ইউনিয়নে জয়ী হয়েছেন।
গোবিন্দগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়নে যারা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, তারা হচ্ছেন- আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কাটাবাড়ি ইউনিয়নে জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ (নৌকা), কামাদিয়ায় মো. মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু (নৌকা), শালমারায় মো. আনিছুর রহমান (নৌকা), দরবস্ত আবু রুশদ মো. শরিফুল ইসলাম (নৌকা), আওয়ামী-লীগ বিদ্রোহী গুমানীগঞ্জে মো. মাছুদার রহমান মুরাদ (ঘোড়া), তালুককানুপুর আব্দুর রহমান খন্দকার (ঘোড়া), নাকাই মো. সাজু খন্দকার (চশমা), ফুলবাড়ী মো. আনিছুর রহমান শিবলু (আনারস), মহিমাগঞ্জে মো. আনোয়ারুল ইসলাম প্রধান (চশমা সাপমারায় শাকিল আকন্দ বুলবুল (আনারস)।
স্বতন্ত্র ( বিএনপি সমর্থিত) হরিরামপুরে মো. আজহারুল ইসলাম প্রধান (মোটর সাইকেল),রাখালবুরুজ মো. হাসানুর রহমান চৌধুরী ডিউক (মোটর সাইকেল), কোচাশহরে মো. জহুরুল হক (ঘোড়া), রাজাহারে মো. রফিকুল ইসলাম (মোটর সাইকেল)। স্বতন্ত্র (জামায়াত সমর্থিত) শাখাহার মুহাম্মদ জাহাঙ্গীর কবির (মোটর সাইকেল) প্রতীকে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে পলাশবাড়ি উপজেলায় নির্বাচিতরা হচ্ছেন- আওয়ামী-লীগ বিদ্রোহী বরিশাল ইউনিয়নে মো. রফিকুল ইসলাম সরকার (আনারস) এবং স্বতন্ত্র ( জামায়াত সমর্থিত) কিশোরগাড়ি ইউনিয়নে আবু বকর সিদ্দিক (চশমা) প্রতীকে নির্বাচিত হয়েছেন।