চট্টগ্রামের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ৮ আহত হয়েছেন। আজ শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।ট্রেন দুর্ঘটনা ও দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান।নিহতরা হলেন — ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মো. মনির হোসেন (৪০) ও ঢালি কনস্ট্রাকশনের প্রকৌশলী সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)।নিহত ট্রাফিক কনস্টেবলের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জের খোয়াজপুর। অন্যদিকে প্রকৌশলী বাহাউদ্দিন থাকেন নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশিক। তিনি জানান, সকাল ১১টার দিয়ে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যুসহ গুরুতর আহত হয়েছেন ৮ জন। আহতদের চিকিৎসা চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রেলওয়ের সিগনাল অমান্য করে রেল ক্রসিং পার হতে গিয়ে সিএনজি অটোরিকশা ও বাস ডেমু ট্রেনের সামনে পড়ে যায়। এতে সংঘর্ষ হয়। এসময় বাস ও সিএনজিতে থাকা যাত্রীরা মারাত্মক আহত হয়েছেন।