ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া – পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছিলো কর্তৃপক্ষ। রাত ১২ টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি বব্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক শিহাবউদ্দিন। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ১০ ঘন্টা পর সকাল ১০ টা থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এ সময় তিনি বলেন, রাতে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এসময় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ৮ঘন্টা পর সকাল ১০ থেকে আবারো ফেরি চলাচল শুরু হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। আজ বৃ্হস্পতিবার (২৩ডিসেম্বর) সকাল থেকে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৬ কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। এছাড়া, জিরো পয়েন্ট থেকে বাইপাস সড়কের আড়াই কিলোমিটার অংশ জুড়ে রয়েছে ব্যক্তিগত গাড়ির সারি এবং দৌলতদিয়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দের মোড়ে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে রয়েছে প্রায় ২ কিলোমিটার পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সারি।
এদিকে দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
তিনি আরো জানান, এই মূহুর্তে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।