নরসিংদীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের শেরে বাংলা ক্লাবে শহর যুবলীগের সাবেক সভাপতি মোঃ আশরাফ হোসেন সরকারের আয়োজনে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন ভূইয়া মুকুল, বীর মুক্তিযোদ্ধা শুভাষ সাহা, মুক্তিযোদ্ধা ও সিনেট সদস্য রঞ্জিত সাহা, মুক্তিযোদ্ধা আরমান মিয়া, মুক্তিযোদ্ধা,মনছুর আলী, মনিরুজ্জামান ছোট্টু,নরসিংদী জেলা তাঁতী লীগের আহবায়ক কায়কোবাদ হোসেন কানু,সহ আরো অনেকে, সভায় মোট ৬৫ জন মুক্তিযুদ্ধাদের হাতে
সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।