রাজধানীর পল্লবী এলাকার ইষ্টার্ণ হাউজিংয়ের ব্লক- জি, রোড- ই/১, জি- ১২ নং প্লটে একটি ছয়তলা ভবনের নির্মাণকাজ প্রায় শেষ করেছেন মোঃ আরিফ হোসেন। এ ভবনটির বিরুদ্ধে রাজউকের ইমারত পরিদর্শকের নিষেধাজ্ঞা থাকলেও তিনি সেসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, আরিফ হোসেন রাজউকের অনুমোদিত নকশার বিচ্যুতি করে ভবন নির্মাণ করছেন। নকশায় চারতলার অনুমোদন থাকলেও তিনি ছয়তলা বিশিষ্ট ভবন নির্মাণ করছেন। এছাড়া রাজউকের নিয়মানুযায়ী ভবনের চারপাশে যে পরিমান জায়গা ছাড়ার কথা রয়েছে তা তিনি ছাড়েননি। এতে আবাসিক এলাকায় বসবাস অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিন ভবনটিতে গিয়ে দেখা যায়, ভবনটির নির্মান কাজ ইতোমধ্যে ছয়তলা পর্যন্ত সম্পন্ন করা হয়েছে। ভবনের সামনে তথ্য সম্বলিত কোন সাইনবোর্ড নেই। সেফটিনেট যতটুকু আছে তা অপর্যাপ্ত। অথচ রাজউকের নির্মান আইনে এ দুটো বিষয়ে বাধ্যতামূলক বলে উল্লেখ আছে। সেফটিনেট না থাকার কারনে যে কোন সময়ে পথচারী কিংবা শ্রমিকদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
রাজউক সূত্র জানায়, ভবনটিতে রাজউকের একাধিক কর্মকর্তা কয়েকবার পরিদর্শন করেছে। তারা প্রথম প্রথম নিষেধাজ্ঞা স্বরুপ নোটিশ করে এরপর চুপ হয়ে যায়। বুঝে নেন, কি কারনে তারা চুপ হয়ে যায়।
এ ব্যাপারে ভবনের মালিক মোঃ আরিফ হোসেনকে পাওয়া যায়নি। ম্যানেজার মোঃ কাওসারকে ফোন দিলে সে বলে, মালিকের সাথে কথা বলে জানাচ্ছি। পরবর্তীতে তাকে ফোন দিলে সে আর ফোন রিসিভ করেননি।