রাজবাড়ীতে “রাজবাড়ি জুট মিলে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার(১০ ডিসেম্বর) সকাল ৬ টার কিছুক্ষণ পর রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকার এই জুট মিলে উৎপাদন কারখানায় আগুন লাগে। উৎপাদন কারখানার ১ নং ইউনিটে তেলের ইমালমন ট্যাংঙ্কি থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তিন হাজার শ্রমিকের রুটি রোজগারের আশ্রয়টুকু পুড়ে যাওয়ার তাদের চোখে মুখে অন্ধকার। রাজবাড়ী আল্হাদীপুর অবস্থিত ২০১১ সালে যাত্রা শুরু করে আজ জেলার প্রতিষ্ঠিত জুট মিল হিসাবে পরিচিত।
হঠাৎ ভোর ছ টার দিকে আগুনের সূত্রপাতের সাথে মুহুর্তেই ধ্বংশ হয়ে যায় তিনটি ইউনিটের প্রধান ইউনিট টা।৪৮ ফ্রেমের এই ইউনিটে প্রতিদিন সত্তর টন সুতা উৎপাদন হতো।প্রায় তিন হাজার শ্রমিকের ভাগ্য অনিশ্চয়তার মুখে পড়ে কারা নিরুউপায় হয়ে পড়েছে।শুক্রবার হওয়ার কারনে মিলটি বন্ধ থাকার কারনে কোন হতাহতের ঘঠনা ঘটেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কিছুক্ষণ পর এই আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় আরও ৫ টি ইউনিট।
বৃহত্তর ফরিদপুর ইউনিটের সহকারী পরিচালক মো.নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে সম্পূর্ণরুপে আগুন নেভাতে ইউনিট গুলো কাজ করে যাচ্ছে।
তবে ফায়ার সার্ভিসের এই দাবির প্রতি ক্ষোভ জানিয়েছেন মিলের মিলের মালিক ও শ্রমিকরা।
অতিরিক্ত পুলিশ সুপার মো.সালাউদ্দিন শেখ বলেন, এটি একটি শিল্প কারখানা হওয়ার কারণে আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।রির্পোট লেখা পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। ক্ষয়ক্ষরিত সঠিক পরিমান ও নির্নয় করা সম্ভব হয় নি।