রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় নাড়াছড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই জোন অটল ৫৬বেঙ্গলের অধীনে বাঙ্গালহালিয়া ক্যাম্পের ওয়ারেন্ড অফিসার মোঃ হাফিজ আল ফায়ছালের নেতৃত্বে গত ২২ শে ডিসেম্বর বুধবার দিবাগত রাত ১২ টায় বিপুল পরিমান অবৈধ সেগুন রদ্দা, গোল কাঠ, তিনটি মিনিট্রাক সহ তিনি জনকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মিনি ট্রাক নং চট্রমেট্রো-ড ১১, পিরোজপুর-ড ১১-০২৬৬, কক্সবাজার- ড ১১-০০৮৮। স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানাযায় উপজেলা নাড়াছড়া বাঙ্গালহালিয়া এলাকায় রাতের অাঁধারে পাচারের উদ্যােশে কাঠ গুলো পরিবহন কালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সেগুনের রদ্দা ,গোল কাঠ ও মিনি ট্রাক সহ তিন গাড়ির চালকে অাটক করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারিরা পালিয়ে যায়। অাটক কৃত কাঠের অানুমানিক মূল্য প্রায় ২০লক্ষ টাকা হবে বলে জানাগেছে। কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত ষ্টেশন অফিসার মনির হোসেন জানান, অামাদের লোকবল সংকটের কারণে অামরা কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। তবে প্রতিদিন কাঠ পাচার রোধ অব্যাহত থাকবে বলে জানান। অাটককৃত কাঠ, মিনি ট্রাক ও তিন চালক মোঃ আব্দুল্লাহ (২৮), মোঃ তাহের( ২৫),হ্লাহলাউ মারমা (৩৮) কে বাঙ্গালহালিয়া ফরেষ্ট ষ্টেশন কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোঃ হাফিজ আল ফায়ছাল জানান।
গত কয়েক দিন ধরে সেনাবাহিনীর কাঠ পাচার রোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে প্রতিদিন দিনে রাতে উপজেলার লংগদু পাড়া হয়ে নইক্যছড়া ও ইসলামপুর জামতালা দিয়ে ডুকে বালুমুড়া মুসলিম – শামসুল টিলা দিয়ে রাজবিলা উদালবুনিয়া বাজার হয়ে রাঙ্গুনিয়া,গুডাম, কোদালা,শিলকসহ চট্রগ্রামের বিভিন্ন এলাকায় বেপরোওয়া রাতের আঁধারে কাঠ লক্ষ লক্ষ টাকার সেগুন সহ মুল্য কাঠ পাচার করছে সিন্ডিকেট কুচমহল প্রভাব শক্তিধর ব্যবসায়ী পাচারকারীরা। যা প্রতি বছর সরকারীভাবে লক্ষ লক্ষ সরকারী রাজস্ব আয় হতে বঞ্চিত। আর অন্য দিকে পরিবেশ বন উজাড় দেখা যাচ্ছে। কাপ্তাই ৫৬ বেঙ্গল দায়িত্ব নেওয়ার পর থেকে কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ পিএসসির নির্দেশনায় এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারি বন সম্পদ রক্ষা ও কাঠ পাচার রোধে অগ্রণী ভুমিকা রেখে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী ।গত সপ্তাহে আগেও সেগুন কাঠ সহ একটি মিনি ট্রাক আটক করেছে সেনাবাহিনী ।