চট্টগ্রামের হাটহাজারীতে এক হাজার ৫ শো পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র্যাব-৭ (সিপিসি২) হাটহাজারী ক্যাম্প।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) হাটহাজারী পৌরসভার আলমপুর খিলপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের একজন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ৪ নং ওয়ার্ডের কালু মিয়ার পুত্র মো. হামিদ হাসান (২১) অন্যজনও একই এলাকার কলিমুল্লার পুত্র মো. ইলিয়াছ (২০)।
গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় সাব্বির কোম্পানি’র ঘরে অভিযান চালালে র্যাব’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করতে সক্ষম হয় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিক্রয়ের জন্য
তাদের হেফাজতে ১ হাজার ৫০০ পিস ইয়াবা রয়েছে’ বলে স্বীকার করে। পরে সেই ইয়াবাসহ তাদেরকে আটক করে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করে র্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী।