1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহরে নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইমাম ও মুহতামিমের সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী খোশরোজ শরীফ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শহরে নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৮১ বার

শহরে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫.১২.২০২১) রাত সাড়ে ৭ টায় পাকাপোল মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক জুম্মান আলী সরদারের সভাপতিত্বে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক। তিনি বলেন, শ্রম, শ্রমিক ও উৎপাদন তিনটি জিনিস ওতপ্রোতভাবে জড়িত। শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমে আসে উৎপাদন। তাদের কঠোর পরিশ্রম আর খাটুনির মাধ্যমে নির্মিত হয় ইতিহাস। গড়ে উঠে শহর, নগরী, শিল্পপ্রতিষ্ঠান, সভ্যতা। কিন্তু এই শ্রমিকরাই তাদের প্রাপ্য মজুরি থেকে হচ্ছে বঞ্চিত । যুগ যুগ ধরে মালিকসমাজ শ্রমিকদের রক্ত শোষণ করে তাদের ন্যায্য মজুরী থেকে বঞ্চিত করে আসছে। বিগত কয়েক দশকে বাংলাদেশে রফতানি আয় বেড়েছে বহুগুণ, কিন্তু সেই অনুপাতে শ্রমিকদের ন্যূনতম মজুরী নিশ্চিত হয়নি। বরং চরম অবহেলা আর বঞ্চনার শিকার শ্রমিক সমাজ। দায়িত্বশীল সরকার ও এ ব্যাপারে এখনও কোনো সমাধান দিতে পারেনি। বরং তারা তাদের মজুরি চুরি, কারখানার ইউনিয়নীকরণ, অগ্নিনিয়ন্ত্রণ ও ভবন নিরাপত্তার চরম অভাবসহ বিভিন্ন অধিকারের জন্য আন্দোলন করে ক্রমাগত নির্যাতনের শিকার হচ্ছে। ফলে কেউ কর্মক্ষমতাহীন, আবার কেউ পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মুনসুর রহমান। তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশ গার্মেন্টস শিল্প প্রায় ৪০ লাখ শ্রমিক নিয়োগ করে এবং প্রায় ২৫০ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি করে। কিন্তু সেই অনুপাতে আমাদের দেশের শ্রমিক অধিকার বারবার খর্ব করা হয় ক্রমাগত নির্যাতন, মামলা, হামলার মাধ্যমে। শ্রমিকদের এই ন্যায্য অধিকারের জন্য বিভিন্ন শ্রমিক সংগঠন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ট্রেড ইউনিয়ন বিভিন্ন আন্দোলন করলেও আশানুরূপ ফল পায়নি। শ্রমিকদের দাবী ছিল তাদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মস্থলের নিশ্চয়তা। সেই সঙ্গে ন্যূনতম বেঁচে থাকার মতো মজুরি তাদেরকে দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের এই অনুন্নত দেশের জন্য, উন্নত সভ্যতার জন্য শিল্প খুবই গুরুত্বপূর্ণ। তাই এটি শুধু মালিকপক্ষ আর শ্রমিকপক্ষের দ্বন্দ্ব নয়, এটাকে জাতীয় ইস্যু হিসেবে নিয়ে শ্রমিকদের পক্ষে আমাদের জোর দাবি তুলতে হবে। তাই আমাদের প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার যেন সমুন্নত থাকে সেই প্রচেষ্টা করতে হবে। সকল বৈষম্য দূর করে শ্রমজীবী মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য গুলজার উদ্দিন বিশ্বাস। এসময় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জান মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, শ্রম ও দরকষাকষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবি, পৌর শাখার আহবায়ক শরিফুল ইসলাম, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক, সদর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রেজাউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম