1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিকলে বাঁধা ৩৬ বছর অন্ধকার ঘরে অমানবিক জীবন যাপন সাফাজ উদ্দিন মোল্লার!! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা এক শ্রেনীর লোক আছে তাদের দেখতে বাংলাদেশী মনে হলেও তার মূলত ভিন্ন দেশী, ষড়যন্ত্রকারী — আমিনুল হক থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার!

শিকলে বাঁধা ৩৬ বছর অন্ধকার ঘরে অমানবিক জীবন যাপন সাফাজ উদ্দিন মোল্লার!!

শ্রীপুর (গাজীপুর) থেকে মোঃ ফজলে মমিন
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ বার

বাড়ির উঠানের এক পাশে মাটির ঘর। নেই দরজা জানালা। ঘরের এক কোণে রয়েছে ভাঙ্গা চৌকি।পাশেই পুঁতা রয়েছে কাঠের খুঁটি। চৌকির উপর বসে থাকা বৃদ্ধকে কোমরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে খুঁটির সাথে। শোয়া বসার জায়গা নেই। পাখা বাতিহীন অন্ধকার ঘরে এভাবেই কেটে গেছে ৩৬ বছর। শিকলে বাঁধা জীবনের যৌবন পার করে এখন বৃদ্ধ সাফাজ উদ্দিন। শিকল বন্দি সাফাজউদ্দিন মোল্লা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের মৃত রজব আলী মোল্লার ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মূলাইদ গ্রামে মেল্লা বাড়ির উঠানের এক পাশে মাটির ঘর। বাহির থেকে চট দিয়ে দু’টি জানালা একটি দরজা বন্ধ রয়েছে। ঘরের ভেতর ঘুট ঘুটে অন্ধকার। নেই বৈদ্যুতিক পাখা, বাতি। এক পাশে রয়েছে বাড়ির অপ্রয়োজনীয় জিনিষ। অন্য পাশে রয়েছে একটি ভাঙ্গা জড়াজীর্ণ চৌকী। চৌকির এক কোনে রয়েছে ময়লা ছেঁড়া বালিশ। এতে মাথার স্পর্শ লাগেনি হয়তো বহু বছর। অপরিষ্কার পাত্রে রয়েছে কিছু ভাত। রংয়ের পটে রয়েছে পানি। ভাঙ্গা চৌকির এক কোণে জবুথবু হয়ে নির্বাক বসে আছেন সাফাজ উদ্দিন। ঘরে ডুকতেই ফেল ফেল করে শুধু তাকিয়ে থাকেন।

মুখে কি যেন বিরবির করতে থাকেন। মুখে লম্বা দাড়ি গুপ, মাথায় লম্বা চুল। পড়নে ছেড়া মলিন জামা কাপড়। গায়ে জড়ানো পুরাতন মলিন চাদর। ঘরের ভেতর র্দূঘন্ধ। হয়তো গোসল করেনি অনেক দিন। অনাহার,অনিদ্রা, অপুষ্টিতে চোখ দু’টি দেবে গেছে। যুগ যুগ ধরে শিকল বন্দি হয়ে আলো বাতাস হীন বদ্ধ ঘরে এভাবেই কেটে যাচ্ছে তার দিন। বৃদ্ধ বয়সে এখন পরে আছেন অবহেলা অনাদর বিনা চিকিৎসায় অবর্ণনীয় দুর্ভোগ অমানবিক পরিবেশে।

মোল্লাবাড়িতে গিয়ে সাফাজ উদ্দিনের কথা জানতে চাইলে কথা হয় তার বড় ভাই আফাজ উদ্দিন মেল্লার সাথে। তিনি জানান, তারা ৫ভাই ৪বোন। আফাজউদ্দিন মৃত রজব আলীর প্রথম স্ত্রীর সন্তান। মায়ের মৃত্যুর পর তার বাবা ছায়তুন নেছাকে দ্বিতীয় বিয়ে করেন। সত মায়ের গর্ভে জন্মনেয় সাফাজুদ্দিন সহ ৪ভাই ৪বোন। সকল ভাই বোনদের মধ্যে সাফাজুদ্দিন দ্বিতিয়।

তিনি আরও বলেন,সাফাজুদ্দিনের মাথায় জটা ছিল। বিয়ের পর তার স্ত্রী কৌশলে চুলের জটা কেটে ফেলে। এরপর থেকেই সে অস্বাভাবিক হয়ে পরে। এরই মধ্যে তার মেয়ে ঝর্ণা আক্তারের জন্ম হয়। কিছুদিন পর অসুস্থ্য স্বামীকে রেখে অন্যত্র বিয়ে করেন সাফাজ উদ্দিনের স্ত্রী। প্রায় তিন যুগ ধরে শিকল বন্দি আছে সাফাজ উদ্দিন।

সাফাজ উদ্দিনের এক মাত্র মেয়ে ঝর্ণা আক্তার । মামারা লালন পালন করে বিয়ে দেন তাকে। ছোট বেলা থেকেই দেখছেন তার বাবা শিকল বন্দি। যখন বুজতে শিখেছেন তখন জানতে পারেন তার বাবা মানুষিক ভারসাম্যহীন। চাচারা বাবার কি চিকিৎসা করিয়েছে তার কোন প্রমাণ নেই। বহু বছর ধরে বাবা বিনা চিকিৎসায় পরে আছে। বাবা অসুস্থ্য হওয়ায় তার জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রও হয়নি। এনিয়ে তিনি নানা বিড়ম্বনায় আছেন।

তিনি আরও বলেন,তার স্বামী ইট ভাটার লড়ি চালক। স্বামীর সামান্য আয় দিয়ে সংসার চালানোর পর বাবার ভরণ পোষণ দিতে পারেন না। বাবার মালিকানার জমি ভোগ দখল করতে পারছেন না। বিক্রিও করতে পারছেন না। বিনা চিকিৎসায় ধুকছে তার বাবা। বাবার এমন দূর্ভোগের জীবন দেখে শুধুই চোখের জল ফেলেন তিনি। প্রায় ৩ যুগ ধরে তার বাবা শিকল বন্দি হয়ে অন্ধকার ঘরে অমানবিক পরিবেশে দিন কাটাচ্ছে। ভাঙ্গা চৌকিতে তার দিন কাটে বসে থেকে। সামান্য শুয়ার মতো এতটুকু জায়গা নেই তার।
সাফাজ উদ্দিনের বৃদ্ধা মা ছায়তুন নেছা জানান, তার স্ত্রী নেই। কেউ দেখাশুনা করেনা। বৃদ্ধ বয়সেও তিনি ছেলেকে ফেলে দিতে পারেন না। এ ভাবেই যুগ যুগ ধরে বেঁধে রেখে ভরণ পোষণ দিচ্ছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মোবারক হোসেন জানান, সাফাজ উদ্দিন আমার অতি পরিচিত আত্মীয়। বহুবছর ধরে সে অসুস্থ্য । তার একটি মেয়ে আছে। সাফাজ উদ্দিনের মানবিক জীবন যাপনের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি সরেজমিনে খবর নিয়ে এ ব্যপারে দ্রুত যথাযথ ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম