‘Dhaka : OIC YOUTH CAPITAL 2020’ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড’। বিভিন্ন ক্যাটাগরিতে ৮৬টি দেশের প্রায় ৭০০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। ৩০শে ডিসেম্বর, ২০২১ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন এমপি, ওআইসি ইয়থ ফোরামের প্রেসিডেন্ট, জনাব ত্বাহা আইহান, মালদ্বীপের যুব, ক্রীড়া ও কমিউনিটি এমপাওয়ারমেন্ট মন্ত্রী জনাব আহমেদ মাহলুফ, রাশিয়ান ফেডারেশনের অধীন তাতারস্তান প্রজাতন্ত্রের যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব তিমুর সোলেমানভ। পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘মইনীয়া যুব ফোরাম’ ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড ২০২০’ এ ভূষিত হয়েছে। অনুষ্ঠানে মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল হাসানী, সিনিয়র সহ-সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ হাসনাইন মইনুদ্দীন আল হাসানীসহ ৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল হাসানী এর পক্ষে পুরস্কার ও সনদ গ্রহণ করেন, মইনীয়া যুব ফোরামের অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিএম রাব্বি।
উল্লেখ্য ২০১৩ সালে মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী যুবকদেরকে দেশ ও মানবতার সেবায় নিয়োজিত করতে ‘মইনীয়া যুব ফোরাম’ গঠন করেন। সেই থেকে মাদক, সন্ত্রাস, যৌতুক বিরোধী কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশের যুব সংগঠনগুলোর মাঝে অগ্রণী ভূমিকা পালন করে আসছে মইনীয়া যুব ফোরাম।