গাজীপুরের শ্রীপুরে গাড়ির চাপায় অঞ্জাত বৃদ্ধ(৬০)এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে তিনটারদিকে অঞ্জাত গাড়ির চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়। শ্রীপুর উপজেলার ঢাক- ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাষ্টার বাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহতের পরিচয় জান যায়নি।
মাওনা হাইওয়ে থানার ওসি মো,.কামাল হোসেন বিষয়টি নিশ্চিত কেরন। তিনি জানান, অঞ্জাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানতে কাজ করছে পুলিশ। মরদেহটি উদ্ধার করা হয়েছে।এব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।