আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা মরহুম আব্দুর রাজ্জাক এর আজ ১০ম মৃত্যু বার্ষীকি। আব্দুর রাজ্জাক বাংলাদেশ ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামিলীগ সরকার গঠন করলে তখন তিনি বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দায়িত্ব সফলতার সাথে পালন করেন। তিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মহান মুক্তিযুদ্ধের সংগঠকদের মধ্যে ১জন ছিলেন। তার মন্ত্রী থাকাকালীন সময়ে তার হাতেই শরীয়তপুরের উন্নয়ন পথে হাটা। আজকে তাকে শরীয়তপুরের রূপকার হিসাবে চিনেন। আব্দুর রাজ্জাক ছিলে আমাদের জাতীয় নেতা।
তার পরিচয় সারা বাংলা জুড়ে রয়েছে। তাকে বঙ্গবন্ধু আদর করে ডাকতো আমার রাজ্জাক। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষন একজন আদর্শিক রাজনৈতিক নেতা। তার তুলনায় শুধু তিনি। আজ শরীয়তপুরে আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠন তার মৃত্যু বার্ষীকিতে নানা কর্মসূচি পালন করছেন।
এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন সংগঠন। বনানী কবরস্থানে সকাল থেকে চলবে আবৃদুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন, তার রুহের মাগফেরাত কামনা করে।