লালমনিরহাটের কালীগন্জে বিজিবির হাতে মাদকসহ আটক হওয়া এক আসামী হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার ১১ ডিসেম্বর ভোর বেলা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লোহাকুচি বিওপি (১৫ বিজিবি) ক্যাম্প থেকে হ্যান্ডকাপসহ মনসুর আলী(৪০) নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০ টার দিকে লোহাকুচি বিওপির টহল কমান্ডার জেসিও নায়েক সুবেদার বাদশা মিয়ার নেতৃত্বে মালগাড়া এলাকা থেকে ৩ কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ মনসুর আলী নামের এক ব্যাক্তিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এরপরেই শনিবার ভোর রাতে সুযোগ বুঝে ক্যাম্প থেকে হ্যান্ডকাপসহ মনসুর আলী পালিয়ে যায়। তিনি মালগাড়া গ্রামের মৃত ওসমান গণির পুত্র বলে জানা গেছে।
১৫ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী পালিয়েছে তবে কিভাবে পালিয়েছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান,বিজিবির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে যতটুকু জেনেছি ২জন মোটরসাইকেল আরোহীকে আটক করে বিজিবি। বিজিবির চ্যালেঞ্জের মুখে মনসুর আলী ও আবু কালাম নামের ২জন ব্যাক্তি মাদক রেখে পালিয়ে যায়।