নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২০ই ডিসেম্বর (সোমবার) কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস্ কে তাদের উৎপাদিত পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বেকারির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০০০০/-( দশ হাজার) টাকা, এবং জুবিলী রোড়ের মুদি দোকান তৃষা এন্টারপ্রাইজকে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়, এবং
মেয়াদ উত্তীর্ণ সরিষার তেল বিনষ্ট করা হয়।
মোঃ জিয়াউল হক মীর, উপজেলা নির্বাহী অফিসার কোম্পানিগঞ্জ এর নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১টি বেকারি ও ১ টি মুদি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছি,
জনস্বার্থে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।