বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা মানে গণতন্ত্রকে আটকে রাখা। তাকে মুক্ত করতে চাইলে, বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে চাইলে একমাত্র পথ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতে হবে। রাজপথে নামা ছাড়া কোনো বিকল্প নেই।
বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আপনার কি যুদ্ধের জন্য প্রস্তুত আছেন? আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত আছি? যুদ্ধ আমাদের করতে হবে।
গাইবান্ধায় বিএনপির গণ সমাবেশে এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু আরো বলেন, এ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে। বিদেশে চিকিৎসা নিতে বাধা দিচ্ছে। অতীতে বহু স্বৈরাচারী সরকারে পতন হয়েছে, হাসিনা সরকারেও পতন হবে।
হারুন অর রশিদ আরো বলেন, বিএনপির সমাবেশ হলে আইনশৃংখলা বাহিনী বাঁধা দেয়। এ দেশের জনগনের ট্যাক্সের আপনাদের বেতন হয় তাদের দিকে বন্দুকের নালা ক্যানো? আজকে আপনারা ভারতীয় সীমান্তে যান, সেখানে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হচ্ছে। সেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আজকের এই সমাবেশ হচ্ছে লুটেরাদের উৎখাত করার সমাবেশ। আজকের এই সমাবেশ হচ্ছে মাফিয়াদের বিতাড়িত করার সমাবেশ। আজকের সমাবেশ দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনার সমাবেশ।
গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে আজ শক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে গণ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিন। উক্ত গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, স্বেচ্ছা দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মাসুম, বিএনপির নেতা আনিছুর রহমান বাবু, শেখ সামাদ আজাদ, ইলিয়াস হোসেন, শহিদুজ্জামান শহীদ, ইলিয়াস হোসেন, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, স্বেচ্ছাসেবক দলে জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক,সাধারন সম্পাদক শাহজালাল সরকার খোকনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।