রাজধানীর ডেমরার ব্যাটারিচালিত চালককে নেশাজাতক দ্রব্য খাইয়ে মিশুক চুরির সময় জনগনের হাতে আটক হন মো. সোহাগ (৩৮) নামে মলম পার্টির এক সক্রিয় সদস্য। এ সময় ওই মিশুকটিসহ চালক আব্দুল মান্নানকে (৫৫) অচেতন অবস্থায় উদ্ধার করেন এলাকাবাসী। এ সময় মলম পার্টির আরও দুই সদস্য তাহের (৪০) ও শাহাবুদ্দিন (৪৫) পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মিশুকের মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা। এদিকে সোহাগকে ডেমরা থানায় পুলিশের কাছে সোপর্দ করলে গণপিটুনি খাওয়া সোহাগ ও মিশুক চালককে চিকিৎসা প্রদান করা হয়। বুধবার দুপুরে সোহাগকে আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার দিনগত রাতে ডেমরা থানায় মামলা করেন চালকের মেয়ের জামাই জনি হোসেন (২৬)। ওইদিন বিকালে ডেমরার গলাকাটা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার সোহাগ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার রোজদি হাইস্কুল এলাকার মো.মোস্তফার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, নেশাজাতক দ্রব্য খাওয়ানোর কারণে মান্নানের মৃত্যুর সমূহ সম্ভাবনা ছিল। এদিকে চালককে রাস্তার পাশে ফেলে রেখে পালানোর সময় স্থানীয়রা দেখতে পেয়ে ধাওয়া করে সোহাগকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। তবে পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।