1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৪.৮০ শতাংশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি সাইবার ইউজার দলের নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৪.৮০ শতাংশ

রফিকুল ইসলাম ফুলাল,প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৫৮ বার

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন। এবারে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দু’টিই বেড়েছে। গতবারে পাশের হার ছিল ৮২ দশমিক ৭৩ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ১২ হাজার ৮৬ জন।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শিক্ষাবোর্ড মিলনায়তনে পরীক্ষার ফল ঘোষণা করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হারুন-অর-রশিদ মন্ডল।

অধ্যাপক মো. হারুন-অর-রশিদ মন্ডল জানান, ২০২১ সালে এই শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ৯৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৯৩ হাজার ৪১২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৬২ জন পরীক্ষার্থী। গড় পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ১০ হাজার ৫০ জন পরীক্ষার্থী। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৮১১ জন পরীক্ষার্থী। তিনি জানান, বরাবরের মত এবারেও ছাত্রীদের পাশের হার বেশি। ছাত্রীদের পাশের হার ৯৫ দশমিক ৫৮ শতাংশ আর ছাত্রদের পাশের হার ৯৪ দশমিক ০৭ শতাংশ। এবারে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন। এদের মধ্যে ছাত্রী ৮৯০৬ জন এবং ছাত্র ৮৬৭২ জন।

বিজ্ঞান বিভাগে ৭৯ হাজার ৭০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৭৬ জন। উত্তীর্ণদের মধ্যে ৪৫ হাজার ১৫৫ জন ছাত্র ও ৩৪ হাজার ৫৫২ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে গড় পাশের হার ৯৬ দশমিক ৭০ শতাংশ।

মানবিক বিভাগে ১ লাখ ৯ হাজার ২৭৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২ হাজার ৮৯ জন। এদের মধ্যে ৪৭ হাজার ৫৬ জন ছাত্র ও ছাত্রী ৫৫ হাজার ৩৩ জন। মানবিকে বিভাগে গড় পাশের হার ৯৩ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ১৯৭ জন। এদের মধ্যে ২ হাজার ৯৪৪ জন ছাত্র ও ছাত্রী ১ হাজার ২৫৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে গড় পাশের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ।

শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হারুন-অর-রশিদ মন্ডল জানান, এ বছর ২৮১১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ৪জন পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে। এবারে শুন্য ফলাফল বিদ্যালয়ের সংখ্যা নেই। তবে গতবারে ছিল মাত্র একটি। শতভাগ পাশ করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ৪৯৩টি যা গতবারে ছিল ১২২টি।

ফলাফল ঘোষণার সময় দিনাজপুর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ফরাজ উদ্দীন, উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম রেজা, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল-করিম বাবুসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবারে দিনাজপুর বোর্ডে অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৬৭৬টি বিদ্যালয় হতে ১ লাখ ৯৩ হাজার ৪১২ জন পরীক্ষার্থী ২৭৫টি কেন্দ্রের মাধ্যমে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ১২তম এসএসসি পরীক্ষা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম