1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর সদরের শেখপুরায় স্থানীয়দের উদ্দ্যোগে নারী পুরুষের সমন্বয়ে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী বিশাল আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা নকলায় সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর সরণ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা চৌদ্দগ্রামে কুকুরের উপদ্রব বৃদ্ধি: জনজীবনে আতঙ্ক বিরাজ করছে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা সন্মেলন মাগুরায় নানা আয়োজনে কবি কাজী কাদের নেওয়াজের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত মাগুরার আলোচিত সেই জোড়া শিশু মারা গেছে! ফেলানী হত্যা দিবস উপলক্ষে সুশীল ফোরাম সরকারের কাছে ৫ টি দাবী পেশ

দিনাজপুর সদরের শেখপুরায় স্থানীয়দের উদ্দ্যোগে নারী পুরুষের সমন্বয়ে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী বিশাল আলোচনা সভা

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১৮৭ বার

“মাদককে না বলুন-মাদক ছেড়ে খেলতে চলুন এবং মাদককে উচ্ছেদ করুন-মাদক মুক্ত সমাজ গড়–ন“ শ্লোগান নিয়ে দিনাজপুর সদরের ৪নং শেখপুরা ইউনিয়নে স্থানীয়দের উদ্দ্যোগে নারী পুরুষের সমন্বয়ে অনুষ্ঠিত হলো বিশাল মাদক বিরোধী আলোচনা সভা।

শুক্রবার বিকেলে দিনাজপুর সদরের নিশ্চিন্তপুর রেলঘুমটি সংলগ্ন ভিকেল সাহেবের চাতালে ৪নং শেখপুরা ইউপি‘র চেয়ারম্যান মো: মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিশাল মাদক বিরোধী সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রাজিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বৈকালী সংঘ ক্লাবের সভাপতি আলহাজ্ব মো: ইব্রাহীম খলিলুর রহমান ও সা:সম্পাদক মো: সাইফুল আলম।

সভায় প্রধান অতিথি বলেন,জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে মাদকের বিরুদ্ধে “জিরো ট্রোলারেন্স“নীতি অবলম্বন করছে আমরাও সেই সিদ্ধান্ত কঠোর ভাবে বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। মাদক ও মাদক সংক্রান্ত যেকোনো অপরাধ দমনে আমরা কোনো ধরণের ছাড় দেবো না। তিনি বলেন,অপরাধি যতবড় ক্ষমতাশালী চক্রের সদস্যই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন অপরাধীর তথ্য দিন আমরা আইনগত ব্যবস্থা নিয়ে তাকে দমন করবোই, তবে আপনারা আইন হাতে তুলে নেবেন না।

সভায় স্থানীয় কতিপয় মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে বক্তারা বলেন, আমাদের ধৈর্য্যের পরিক্ষা নেবেন না,আপনারা মরণ নেশা মাদক বিক্রি বন্ধ করুন। আমাদের সন্তানদের ভবিষত রক্ষায় আমরা প্রশাসনের কাছে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ এবং মাদক ব্যবসা বন্ধে সর্বাত্বক সহযোগীতা চাই,অন্যথায় আমরা এলাকাবাসী একজোট হয়ে কঠিন কর্মসুচী গ্রহনের মাধ্যমে অপরাধীদের অপরাধ দমনে বাধ্য হবো।

এসময় স্থানীয় মো: ইদ্রীস আলী বলেন, মাদক ব্যবসায়ীরাই চক্রান্ত করে ফাঁসানোর জন্যে দোকানে এবং বাড়িঘরে রাতের অন্ধকারে ইয়াবা,ফেন্সিডিল,হিরোইন এর পুড়িয়া ফেলে আইনশৃংখলা বাহিনীর হাতে ভালো মানুষদের তুলে দিচ্ছে, আমরা এমন কাজের তীব্র প্রতিবাদ করছি। আমরা মাদকের সাথে জড়িত এমন অপরাধিকে ধরতে মানা করছি না,তবে অপরাধিরাই চক্রান্ত করে কাউকে ফাঁসাচ্ছে কিনা সেটি তদন্ত করে প্রশাসনের কােছে ব্যবস্থা নেয়ার আহবান রাখছি। ইউপি চেয়ারম্যানের সার্বিক সহযোগীতায় এবং স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: সাদ্দাম হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম