ঠাকুরগাঁওয়ের রানীসংকৈলে কাদিহাট উচ্চ বিদ্যালয় মাঠে নতুন চাঁদ নামে একটি সেচ্ছাসেবি সংগঠন পাঠাগার উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। পাঠাগারটি উদ্বোধন করেন রানীসংকৈল উপজেলার নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির।
শনিবার পাঠাগারটি উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন নতুন চাঁদের উপদেষ্টা, রংপুর জেলা যুগ্ম ও দায়রা জজ আবদুল মালেক।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, এখানে পাঠাগার হচ্ছে এটা শুনেই শত ব্যস্ততার মাঝেও চলে এসেছি। এটি একটি মহৎ উদ্যোগ।
নতুন চাঁদের উপদেষ্টা, রংপুর জেলা যুগ্ম ও দায়রা জজ আবদুল মালেক বলেন, এটি আমাদের প্রথম পাঠাগার। আমরা চেয়েছি ধীরে ধীরে পুরো উপজেলায় পাঠাগার স্থাপন করব। সেই সাথে ভাল মানের বই সহ সাধারন পাঠকদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। এরপরে তিনি সাধারন শিক্ষার্থীদের কাছে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন।
পাঠাগার উদ্বোধন শেষে এলাকার ৮৫ জন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
স্বারক পাওয়া এক শিক্ষার্থী বলেন, এটা আমাদের জন্য সম্মানের। সামনে আরো ভাল ফলাফল করতে উৎসাহিত করবে। আমরা এই সম্মাননা পেয়ে সবাই খুশি হয়েছি।