নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের নরসিংদী ক্লাবে এ অনুষ্ঠানে আয়োজন করে জেলা পোল্ট্রি এসোসিয়েশন।অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীম নেওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আলী হোসেন শিশির ( সিআইপি) এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জাকির হোসেন, পরিচালক আল আমিন ভূইয়া, পরিচালক কাইয়ূম মিয়া, পরিচালক আনিছুর রহমান ভূইয়া, পরিচালক, কাউন্সিলে মোঃ ওমর ফারুক মিয়াকে পূর্ণরায় জেলা পোল্ট্রি ব্যবসায়ীদের সভাপতি ও মেজবাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে তিন বছর মেয়ার্দী নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলায় পোল্ট্রি সেক্টরে ভালো উন্নয়ন হয়েছে। তবে ক্ষুদ্র ও ব্যবসায়ীদের অনেক ক্ষেত্রেই সঠিক প্রশিক্ষণ ও আর্থিক প্রনোদনার প্রয়োজন রয়েছে। মুরগির রোগ-বালাই প্রতিরোধের ক্ষেত্রে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। জেলায় পোল্ট্রি ব্যবসার প্রসার ঘটাতে সবাইকে একত্রিত হয়েছে কাজ করার আহ্বান জানানো হয়।