নরসিংদীতে মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক এক আলোচনা সভা ও মুক্তিযুদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।বুধবার বিকেলে শহরের নরসিংদী প্রিন্সিপাল সোনালী ব্যাংকের বীর মুক্তিযোদ্ধা ব্যাংকারদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনালী ব্যাংক প্রিন্সিপাল শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ আচার্য্যের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শাহজাহান, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন, নরসিংদী জেলা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধা ৭১ এর সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী জেলা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধা ৭১ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা মো: লস্কর আলী মিয়া প্রমূখ। অনুষ্ঠানে প্রায় ৩০জন বীর মুক্তিযুদ্ধাকে সম্মাননা সহ ক্রেস্ট প্রদান কার হয়।