নরসিংদী পৌরসভায় মজিদ মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের চাবি প্রদান ও আব্দুল কাদির মোল্লাকে নাগরিক সংবধানা দেয়া হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে নরসিংদী পৌর পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নরসিংদী পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চুর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবিক শিল্পপতি আব্দুল কাদির মোল্লা। এসময় নরসিংদী পৌরসভার সকল কাউন্সিলার ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জননন্দিত পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু। প্রধান অতিথি মানবিক শিল্পপতি আব্দুল কাদির মোল্লা বলেন মানুষ মানুষের কল্যাণে কাজ করবে। এটাই হওয়া উচিত, আমি জিবনদশায় যতো দিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করে যাবো, কারণ অর্থ সংকট যে কতো বড় সমস্য তা আমি ও আমার পরিবার ভালো করে অবগত আছি। এ সংকটে আমি ও ছিলাম তাই আমার কাছে কেউ সাহায্যের জন্য গেলে আমি তাকে নিরাশ করি না আমি শতশত মসজিদ নির্মাণ করেছি স্কুল কলেজ নির্মাণ করেছি, মাদ্রাসা ও এতিমখানা নির্মাণ করেছি এ সবই করতে পেরেছি আল্লাহ আমায় সেই ক্ষমতায় দিয়েছে। তিনি নরসিংদী পৌরসভায় একটি নান্দনিক কমিউনিটি সেন্টার নির্মাণ করার ঘোষনা দিয়ে যান।