নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কল্যাণ পার্টির রংপুর মহানগর এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ইলিয়াস আলীর সভাপতিত্বে ১৪ ডিসেম্বর মঙ্গলবার রাত আটটায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধ বিজ্ঞানী কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য ড. শাহেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবঃ মোহাম্মদ হাসান নাসির, যুগ্ম মহাসচিব সমন্বয় আব্দুল্লাহ আল হাসান সাকীব। প্রধান অতিথির বক্তব্যে ড. শাহেদ চৌধুরী বলেন বাংলাদেশে রাজনীতিতে এখন দুর্বৃত্বায়ন চলছে। মেধাবী রাজনীতিবিদ চোখে পড়েনা। সবাই মনে হয় লুটপাটের প্রতিযোগিতায় মত্ত। যতক্ষণ পর্যন্ত সরকারের ছত্রছায়া আছে সবাই নিজেকে ধরাকে সরা জ্ঞান করছে। এর পরের অবস্থা তো দেখতেই পারছেন। দেশের জন্মের ৫০ বছরে ও আমরা জাতি হিসাবে পরিচয় সংকটে ভুগছি। দ্বিধাবিভক্ত জাতিকে ঐক্যের পতাকাতলে নিতে কল্যাণ পার্টির আহ্বান। জাতিকে মেধাশূন্য করতেই ৭১ এ বুদ্ধিজীবীদের নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। জাতির শ্রেষ্ঠ সন্তানের জন্য আমাদের পক্ষ থেকে সকল সময়ে দোয়া ভালোবাসা ও শ্রদ্ধা। দেশ গঠনে মেজর জেনারেল অবঃ সৈয়দ মো ইবরাহিম এর নেতৃত্বে কল্যাণ পার্টিতে যোগ দিতে আহ্বান জানান।
ড. শাহেদ চৌধুরী তারা বলেন কল্যাণ রাষ্ট্র গঠন এখন সময়ের দাবী। সামনে এগিয়ে যেতে হবে। পিছনে তাকানোর রাজনীতি পরিহার করতে হবে। ফরোয়ার্ড থিংকিং পলিটিক্স করবে কল্যাণ পার্টি। রফিকুল ইসলাম রুপমের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আলী, আদম শফিউল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন গাইবান্ধা জেলা সমন্বয় আব্দুল্লাহ আল মামুন, আবু বকর, শামীম আরা,ফজলুর রহমান, রাজিবুল, শোয়েব আকতারুজ্জামান, ফয়েজুল, মারুফ আল মাহমুদ, মাজহার, ওমর প্রমুখ।