1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার বেদখলকৃত জমি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনায় দিনাজপুরে মুসল্লীদের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হারবাং পহরচাঁদা ইক্বামতে দ্বীন সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল শ্রীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন মিফতাহুল জান্নাত’ মহিলা মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে এমজেএল বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিও কর্মীদের মারপিট-শ্লীলতাহানী — গ্রেফতার-২ জন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের পাকা রাস্তার উপর প্রাচীর নির্মাণ, চলাচলের ভোগান্তিতে ৪০ টি পরিবার ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বসেছিলো বিনা পয়সার বাজার, সদাই কিনলেন ২’শ দরিদ্র মানুষ ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব — মাহমুদুর রহমান মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন 

মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার বেদখলকৃত জমি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনায় দিনাজপুরে মুসল্লীদের সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :,
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২০৮ বার

দিনাজপুরে মসজিদ,মাদ্রাসা ও এতিমখানার বেদখলকৃত জমি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনায় দিনাজপুরে মসজিদ কমিটির মুসল্লীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আহলে হাদিস মসজিদ কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ কমিটির প্রচার সম্পাদক রাজিউল কবীর। লিখিত বক্তব্যে বলেন,“ওয়াকফে মোহাম্মদী ওয়াকফ এষ্টেট“র নামে ওয়াকফকৃত দিনাজপুর জেলা আহলে হাদীস জামে মসজিদের ২৬ শতক জমির মধ্যে ১৫ দশমিক ৯৭ শতক জমির উপর আদালতে মামলা চলমান থাকা সত্বেও অর্থ এবং অদৃশ্যশক্তির প্রভাব খাটিয়ে রাতদিন অবৈধ ইমারত ও স্থাপনা নির্মান করছে ঈদগাহবস্তী নিবাসী মো: ওয়াহিদুজ্জামান বুলবুল। প্রাননাথপুর মৌজার ৫৭৬ নং খতিয়ানের এবং ৬৭৯৭ দাগের ২৬ শতক ওই জমিটি বৃটিশ আমলের রেকডিও ওয়ারিশন সুত্রে প্রাপ্ত মালিক ক্ষিতিশচন্দ্র দাসের নিকট ২৩/০৪/১৯৫৪ইং তারিখে ১১৪৬৯ কবলা দলিলমুলে মৌলভী হাজী জমির উদ্দীনসহ আরো ১০ জন ইসলাম প্রিয় ধর্মভীরু ব্যক্তি জমিটি ক্রয় করেন। পবিত্র কোরআন হাদিসের প্রচার ও প্রসারের জন্যে জমির উক্ত ক্রেতাগন ২৫/০৯/১৯৫৮ইং তারিখে দিনাজপুর আহলে হাদিস মসজিদ, দারুল হাদিস মাদ্রাসা ও একটি কুতুবখানা লাইবেরীর নামে ১৮৯৮৬ দলিলমুলে ওয়াকফ করেন দেন। তখন হতেই আহলে হাদিস মুসলিম জনগোষ্ঠির মধ্যে দলিলের শর্তানুসারে এবং দাতাগনের ইচ্ছানুসারে মোতয়াল্লী দ্বারা সম্পতি,দোকানঘর রক্ষনাবেক্ষন ও ব্যয়ভার র্নিবাহ কার্য্যক্রম পরিচালনা হয়ে আসছিলো, কিন্তু পরবর্তীতে মোতায়াল্লীদের কারো কারো মাঝে সম্পত্তি আত্বসাতের লিপ্সা থাকায় তাদের ওয়ারিশরা দলিল সৃজন করে খাজনা,খারিজ ও রের্কড নিজেদের নামে করে নেন এবং তা ব্যাংকে বন্ধক রেখে ঋন গ্রহন করেছেন। তিনি আরো বলেন,ওয়াকফ কৃত সম্পত্তির মোতয়াল্লী জলিল উদ্দীন আহম্মেদ এর ২য় স্ত্রীর পুত্র হবিবর রহমান ও রেজাউর রহমান গত ০১/১১/১৯৭৬ ইং তারিখে উক্ত ওয়াকফকৃত সম্পদ আত্বসাত করার উদ্ধেশ্যে সর্ম্পূণ জালিাতি ও প্রতারণা করে রেজিষ্ট্রী অফিসকে ভুল বুঝিয়ে ২৮৫৩৪ নং হেবাবিল ্এওয়াজনামা দলিল সৃজন করে খারিজ খতিয়ান হাসিল করেন এবং মের্সাস জয়সিল্ক লি:‘র নামে সেচ্ছা প্রণোদিত হয়ে উক্ত ওয়াকফ এস্টেটের ১৫.৯৭ শতক জমি অগ্রনী ব্যাংক লি: মালদহপট্টি শাখা দিনাজপুরে বন্ধক রেখে বিভিন্ন সময়ের সুদাসলসহ মোট ৩ কোটি ৯৪ লাখ ৭০৬ টাকা ঋন নেয়। ঋন পরিশোধ না করায় নিলামে উঠে উক্ত ওয়াকফকৃত জমি। নিলামে ডেকে নিয়ে রিসিভারের মাধ্যমে জমি দখলে নেয় ঈদগাবস্তী নিবাসী নুরুল হুদার পুত্র মো: ওয়াহিদুজ্জামান বুলবুল। ঋনটি খেলাফিতে পরিনত হলে ব্যাংক কর্মকর্তাগন দূর্নীতির হাত থেকে নিজেদের বাইপাস করার জন্যে অর্থঋন আদালত দিনাজপুরে মামলা না করে,ব্যাংক ঢাকা হেড অফিসে পাঠিয়ে দেন। ব্যাংকারদের অসত পরামর্শে ডিফলডার মো: হবিবর রহমান ও রেজাউর রহমানসহ পরিচালক আরো ৩জনকে দেউলিয়া ঘোষনার জন্যে দেউলিয়া আদালদে মামলা করেন।

অত:পর মসজিদ কর্র্তৃপক্ষ ও ওয়াকফ প্রশাসনকে বিবাদি শ্রেনীভুক্ত না করেই তথ্য গোপন করে দেউলিয়া আদালতে মামলা করেন। ব্যাংকার ও জালিয়াত চক্র মিলে টাকা আত্বসাতের উদ্দেশ্য ওয়াকফকৃত জমি নিলামে দেয়ার ব্যবস্থা করেছে এবংওয়াকফ প্রশাসককে বিবাদি শ্রেনীভুক্ত না করেই আদালতে রায় ও স্বার্থ হাসিল করেছেন। মসজিদের ওয়াকফকৃত জমি পুনরুদ্ধারে যুগ্ম জেলা জজ দিনাজপুর ১ আদালতে গত ২১/০৩/২০১৯ তারিখে স্বত্ব ঘোষনামুলক মামলা আনয়ন করি যার নং ২১/১৯(অন্য)। অন্য আরো একটি আবেদনে অস্থায়ী নিষেধজ্ঞা চেয়ে াাবেদন করা হয়। অস্থায়ী নিষেষজ্ঞা কেনো দেয়া হবে না,সে মমে আদালত ওয়াহিদুজ্জামানকে ১০ কার্য্যদিবসের মধ্যে কারণ দশার্তে বলে। এরপরে বিবাদি ওয়াহিদুজ্জামান উক্ত আরজির বিরুদ্ধে মামলাটি দেউলিয়া আদারতে স্থান্ততরের জন্য ৩টি আবেদন কর্রে। অস্থায়ী নিষেধজ্ঞার শুনানী গ্রহন করা সত্বেও সে বিসয়ে কোনো আদেশ না দিয়ে মামলাটি দেউলিয়া আদালত ঢাকায় স্থান্তান্তর করে আমরা উক্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে হাইর্কোটে সিভিল রিভিশন মামলা করেছি,সিভিল রিভিশন মামলা নং ২৩৩৬/১৯।

উক্ত মামলায় দেউলিয়া আদালতের সকল কার্য্যক্রম স্থগিত করেন এবং ৩ মাসের জন্য উক্তজমির উপরে কোন কার্য্যক্রম যাতে করতে না পারে সে বিষয়ে স্থগিত আদেশ প্রদানকরেন। উক্ত আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন ওয়াহিদুজ্জামান যার নং ২৭২৭/১৯। মাননীয় প্রধান বিচারপতিসহ ৬ জন বিচারপতি সমন্বয়ে বেঞ্চ বিবাদি ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রাখেন এবং হাইকোর্টকে পুর্নাঙ্গ শুনানী মেষে দ্রুত নিষ্পত্তির জন্যে নির্দেশ দেন। পরবর্তীতে হাইকোর্ট ৬ মাসের জন্যে ষ্টাষ্টাসকো বর্ধিত করে এবং করোনা প্রার্দূভাবের জন্য সরকার অটো বর্ধিত করনে প্রজ্ঞাপন জারি করেন। এরপরে ১৪/০১/২১ এবং ২৭/০১/২১ তারিখে হাইর্কোট মামলার শুনানী গ্রহন করেছে এবং ৩১/০১/২১ আদেশ দেন। তারপরেও ওয়াহিদুজ্জামান আদারতের আদেশ অমান্য করে স্ব উদ্দ্যোগে জমিতে পুরোদমে স্থাপনা নির্মানের কায্যক্রর্ম চালায়,এব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বারংবার সহযোগীতা চেয়েও আমরা সহযোগীতা পাইনি। আমাদের এখন একটাই দাবী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবৈধভাবে নির্মিত স্থাপনা প্রশাসনিক ভাবে সিলগালা করে নির্মিত ভবন ও মালা জব্দ করে স্থানীয় প্রশাসেনর হেফাজতে রাখা হোক।

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন,মসজিদ কমিটির সা: সম্পাদক আফতাব উদ্দীন আহম্মেদ, মো: আতাউল্লাহ,মো: সাইদুর রহমান,মো: সৈয়দ আলী,মো: ওবাইদুর রহমান, আনোয়ারুল ইসলাম,তোজাম্মেল হক,মো: রোস্তম আলী ও মো: ইকবাল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম