খলাপির দ্বায়ে দেউলিয়া আদালতের মাধ্যমে ১৬ দশমিক ৭২ শতাংশ জমি সম্প্রতি নিলামে ক্রয় করেছিলেন এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান। প্রতারনার মাধ্যমে মসজিদের নামে হেবা করা ওই জমি ব্যাংকে বন্ধক রেখে ঋন শিল্প কারখানা গড়ে তুলেছিলেন জমি দাতার ওয়ারিসরা। আদালতে চুড়ান্ত নিষ্পত্তির আগেই ওই জমিতে স্থাপনা তৈরি করছেন নিলাম গ্রহনকারি। মসজিদ এবং এতিমখানার নামে দান করা ওই জমি ফিরে পাবার দাবিতে আন্দোলন করছেন তারা।
মানববন্ধন শেষে ন্যায় বিচার ও জমি ফিরে পাওয়ার দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাযার্লয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লীরা।