1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে নির্বাচনোত্তর সহিংসতায় ৪ জন আহত, দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরেরর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. কিশলয় সাহা নবীগঞ্জে বসতঘরে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার ! ||স্বাধিনতার ৫৩ বছর পার|| সহযোদ্ধারা সরকারী গেজেটভূক্ত হলেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বাঁশখালীর মজিবুল হক ছবি পাল্টে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয় কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত

মাগুরার শ্রীপুরে নির্বাচনোত্তর সহিংসতায় ৪ জন আহত, দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১৮৬ বার

মাগুরার শ্রীপুরে নির্বাচনোত্তর সহিংসতায় হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার নাকোল ইউনিয়নে এ সহিংসতার ঘটনা ঘটে।
এই ঘটনায় পরাজিত মেম্বার সমর্থিত ৪ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সহিংসতার আশংকা করছেন এলাকার অনেকেই।

জানা যায়, নাকোল ইউনিয়নে নাকোল গ্ৰামের পরাজিত ও নতুন মেম্বারের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বাড়ি ঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই সময় নাকোল বাজারের রতন মিষ্টান্ন ভাণ্ডারসহ ৪ টি বাড়ি ভাংচুর করে হামলাকারীরা। পরাজিত মেম্বার এস এম খালেকুজ্জামান রহমান স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান মিয়ার সমর্থক এবং বিজিত মেম্বার আওয়ামী লীগ প্রার্থী হুমায়নুর রশিদ মুহিতের সমর্থক বলে জানা গেছে।

পরাজিত মেম্বার এস এম খালেকুজ্জামান রহমান বলেন, নির্বাচনে জয়লাভ করার পর মেম্বার গোলাম মোস্তফার লোকজন নাকোল বাজারে আমাকে মারধর করে, আমি আত্মরক্ষার জন্য নাকোল পুলিশ ক্যাম্পে আশ্রয় নিই। পরে তার লোকজন বাজারের রতন মিষ্টান্ন ভাণ্ডার ভাংচুর এবং লুটপাট করে। এছাড়া সংঘবদ্ধ হয়ে তারা বেশ কয়েকটি বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করে।

রতন মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মিন্টু শিকদার বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে আমার দোকানে অতর্কিত হামলা করে। ক্যাশে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায়। ব্যাপক ভাংচুর এবং লুটপাট চালায় দোকানে। আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

বিজিত মেম্বার গোলাম মোস্তফা বলেন, আমি এ সময় ঘটনাস্থলে ছিলাম না। এ বিষয়ে আমি কিছুই জানি না।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ৭ জনকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম