স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে মাগুরায় কর্মরত সকল সাংবাদিকদের অংশ গ্রহনে জেলার সার্বিক উন্নয়ন তুলে ধরেন জেলা প্রশাসন।
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার শতাধিক সাংবাদিকের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
সংবাদ সম্মেলনে মাগুরা জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ শহিদুল্লাহ দেওয়ান, তথ্য অফিসার মোঃ রেজাউল করিম বক্তব্য কালে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহমেদ খান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শেখ ইলিয়াস মিথুন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো সাধারণ সম্পাদক মাহমুদুন নবী ডাবলু, ফয়সাল আহমেদ, জিয়াউর রহমানসহ অন্যরা।
বক্তারা জেলার ইউপি নির্বাচন, করোনা টিকা, স্বাস্থ্য, নিয়োগ পরিক্ষা, আইন শৃংখলা পরিস্থিতি, শিক্ষা, সংস্কৃতিসহ নানা বিষয়ে অগ্রগতি ও অসংগতির বিষয়ে সমাধানের সুপারিস তুলে ধরেন।