মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে ১২ ডিসেম্বর রবিবার ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে।
‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’ এই শ্লোগান নিয়ে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ , সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ আরো অনেকে।