মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ০৮ ডিসেম্বর বুধবার ৩২০টি উপানাষ্ঠনিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন হয়েছে।
উপানাষ্ঠনিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) ২য় পর্যায় এর অধীনে মাগুরার শ্রীপুর উপজেলায় এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা উপানাষ্ঠনিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসাডো‘র নির্বাহী পরিচালক আবু ইমাম মোঃ বাকের, রোভা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মইনুর রহমান পলিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার আনু আনছার নাজাত আশা, সাংবাদিক লেনিন জাফর,যুব নেতা খালিদ হাসান মিঠুসহ অন্যরা।
কো-অর্ডিনেটর মোঃ মইনুর রহমান পলিন জানান, ইসাডো’র বাস্তবায়নে শ্রীপুর উপজেলার ৩২০টি কেন্দ্রে ২ শিফটে ৬০ জন করে বয়ষ্ক শিক্ষার্থীদের শিক্ষাদান করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে তাদের বই,খাতাসহ যাবতীয় শিক্ষা উপকরণ প্রদান করা হবে।
এ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নে ১৬ জন সুপারভাইজার তাদের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে ।